Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

 

ক্রমিক নং

সেবা সমূহ

সেবা গ্রহণকারী

কাহার নিকট তথ্য পাওয়া যায়

নিস্পত্তির সময়সীমা

মন্তব্য

 

০১

বই ও পাঠসামগ্রী পড়ার সুযোগ দেয়া।

স্থান সাধারণ পাঠকক্ষ

গ্রন্থাগারে আগত সকল শ্রেণীর পাঠক ও পাঠিকা

পাঠকক্ষে নিয়োজিত কর্মচারীবৃন্দ এবং জুনিয়রলাইব্রেরিয়ান।

প্রত্যেক কর্মদিবস

সকাল ১০টা  থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

বিশেষ প্রয়োজনে জুনিয়রলাইব্রেরিয়ান।

 

০২

দৈনিক পত্র-পত্রিকা, সাময়িকী সমূহ পড়ার সুযোগ দেয়া।

স্থানঃ সাধারণপাঠকক্ষ

 

-ঐ-

 

-ঐ-

 

-ঐ-

 

-ঐ-

০৩

রেফারেন্স ও তথ্য সরবরাহ সেবা

-ঐ-

-ঐ-

-ঐ-

-ঐ-

 

০৪

ফটোকপি সার্ভিস প্রদান।

 

 

 
 
 

পুস্তক ধার / ইস্যু  

-ঐ-

 

 

 

(শুধু মাত্র সদস্য গণের জন্য)

 (ক) দৈনিক পত্রিকা ও সাময়িকী

 (খ) বই ও পাঠ সামগ্রী

 

 (গ) পাঠকক্ষ কর্মচারীগণ।

(ক) জামানত প্রদানের মাধ্যমে ফটোকপির

জন্য পাঠক স্বয়ং পত্রিকা গ্রহণ।

(খ) কর্মচারীগণের মাধ্যমে বিশেষ

ব্যাবস্থায়  ফটোকপির সেবা।

 

 

-ঐ-

 

০৫

গ্রন্থাগার, গ্রন্থাগার সংগঠন, কারিগরী ব্যবস্থাপনা ও সেবাদান সহ পরামর্শদান।

 

 

সেবা প্রত্যাশী ব্যক্তিবর্গ।

 

লাইব্রেরি সহকারী

 

তাৎক্ষণিক ভাবে।

 

জুনিয়রলাইর্রেরিয়ান

 

০৬

 

 

সৌজন্য কপি সংগ্রহ।

লেখক,প্রকাশক, সরকারি-বেসরকারি সংস্থা এবং সরবরাহকারীগণ।

 

পাঠকক্ষের কর্মচারীগণ।

 

যত দ্রুত সম্ভব।

 

-ঐ-

 

০৭

 

 

সম্প্রসারণ মূলক সেবা।

 

সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ, পাঠক ও জনসাধারণ।

 

সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীগণ।

 

নির্ধারিত সময়ের মধ্যে।

 

-ঐ-

 

 
 

Ø       কোন সেবা পাওয়ার জন্য কোন অর্থের প্রয়োজন হয় না।

Ø       ৪নং ক্রমিকের সেবার জন্য সদস্য জামানত গৃহিত হয় এবং ফটোকপির ক্ষেত্রে

      নির্ধারিত ফটোকপি চার্জ ছাড়া অতিরিক্ত আদায় করা হয় না। 

Ø       যে কোন প্রকার সেবা পাওয়ার ক্ষেত্রে কোন অভিযোগ থাকলে মৌখিক/

      লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা যেতে পারে।